প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে। দুপুরের পর মা-বাবা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিজেদের ইনস্টাগ্রামে ভাগাভাগি করে নিয়েছেন দুই তারকা। এর পর থেকেই ভক্ত-অনুসারী ও তারকারা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।